সংবাদদাতা,আসানসোলঃ– গরু পাচার মামলায় এবার দিল্লিতে ডাক পড়ল আসানসোল সংশোধনাগারের সুপার কৃপাময় নন্দীর। আগামী ৫ এপ্রিল তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি হাজিরার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। বুধবারই সেই চিঠি ইমেল মারফত পেয়েছেন বলে স্বীকার করে নিয়েছেন কৃপাময়বাবু। তবে কী কারণে তাকে ডেকে পাঠানো হয়েছে তা তিনি জানেন না বলে দাবি করেছেন। তবে তাকে গত ১০ বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট ও সম্পত্তি সংক্রান্ত নথি নিয়ে যেতে বলা হয়েছে বলেও জানা গেছে।
প্রসঙ্গত গরু পাচার মামলায় এনামূল হক থেকে শুরু করে তৃণমূলের বীরভূমের জেলাসভাপতি অনুব্রত মণ্ডল, তাঁর এককালের দেহরক্ষী সয়গল হোসেন, সকলেই এই আসানসোল জেলেই ছিলেন। এবং তাঁদের কারাবাসের সময় সংশোধানাগের সুপার থেকেছেন কৃপাময়। তাদের সঙ্গে কারা কারা জেলে দেখা করতে আসতো জেল সুপারকে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও খবর। পাশাপাশি অভিযোগ,আসানসোল জেলে থাকাকালীনই নিজের জেলার তৃণমূল নেতাদের নির্দেশ দিতেন ও যাবতীয় কর্মকাণ্ডের ওপর নজর রাখতেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ নিজেই এই বিস্ফোরক অভিযোগ করেছিলেন। পাশাপাশি দুর্গাপুজোর সময় জেলে থাকা বন্দিদের জন্য এলাহি খাওয়া-দাওয়ারও আয়োজন করা হয়েছিল। অভিযোগে অনুব্রত মণ্ডলের আবদারেই নাকি তা করা হয়েছিল। এবার সেই জেলেরই পুলিশ সুপারকে ডেকে পাঠাল ইডি।