সংবাদদাতা,বাঁকুড়াঃ- জঙ্গলে ফিরছে না মহুল। কারণ সে দীর্ঘ কয়েকমাস থেকেছে মানুষের সংস্পর্শে। তাই জঙ্গলবাসী আত্মীয় পরিজনরা তাকে আর দলে ফিরিয়ে নেবে না। এই পরিস্থিতিতে শীঘ্রই মহুলের আবাস স্থান হতে চলেছে কোনও চিড়িয়াখানা।
মহুল শাবক পুরুষ চিতল হরিণ। মাস দুই তিনেক আগে জয়পুর জঙ্গলের শুকনো পুকুর এলাকায় রাস্তার পাশে আহত হয়ে পড়ে থাকা ওই হরিণ শাবককে উদ্ধার করে জয়পুর রেঞ্জ অফিসের কর্মীরা। তার ডান পাটি জখম অবস্থায় ছিল। বনকর্মীদের অনুমান রাস্তা পারাপারের সময় কোনও দ্রুত গতির গাড়ির ধাক্কায় জখম হয় ওই হরিণ শাবকটি। তাকে শুশ্রূষা করার জন্য নিয়ে যাওয়া হয় রেঞ্জ অফিসের ঘরে। বনদফতরের তৎপরতায় তার চিকিৎসা শুরু করে চিকিৎসক দল। পাশাপাশি গত প্রায় তিন মাস ধরে তাকে সন্তান স্নেহে আদর ভালোবাসা দিয়ে ও শুশ্রূষা করে ধীরে ধীরে সুস্থ করে তোলেন বনকর্মীরা। শাল মহুলের জঙ্গলের বাসিন্দা তাই আদর করে বনকর্মীরাই তার নাম রাখে মহুল। মহুল এখন সুস্থ। জঙ্গলে ফেরানো যাবে না তাই তাকে শীঘ্রই কোনও চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহুল সুস্থ হয়ে উঠলেও তাই মন খারাপ বনকর্মীদের।