eaibanglai
Homeএই বাংলায়পাকা রাস্তা থাকা সত্ত্বেও সেই জল কাদাতেই আটকে গ্রাম্যজীবন

পাকা রাস্তা থাকা সত্ত্বেও সেই জল কাদাতেই আটকে গ্রাম্যজীবন

সংবাদদাতা,পুরুলিয়া:- জঙ্গল পাহাড় নদী ঘেরা পুরুলিয়ার ঝালদার থানার বহু প্রত্যন্ত গ্রামে যোগাযোগ ব্যাবস্থা উন্নত করেছে সরকার। গ্রামে গ্রামে কাঁচা রাস্তা বদলে যাচ্ছে কংক্রিকেটের রাস্তায়। কিন্তু তবুও যোগাযোগ সমস্যা মিটছে না এই সব প্রত্যন্ত গ্রামের মানুষজনের। জলকাদায় ঢাকা পড়ে যাচ্ছে কংক্রিটের রাস্তা। অনেক জায়গায় তো এমন অবস্থা এক নজরে দেখলে বোঝা যাবে না সেটি পাকা রাস্তা। গ্রামবাসীরা জানাচ্ছেন সরকার রাস্তা তৈরি করলেও যারা রাস্তা তৈরির ঠিকা নিচ্ছেন তারা নিকাশির কোনও ব্যাবস্থা না করেই রাস্তা ঢালাই করে দিচ্ছেন। ফলে বেশীরভাগ রাস্তারই বিভিন্ন অংশে জমে যাচ্ছে জল মাটি কাদা। গত কয়েক দিনের বৃষ্টির পর এমনই ছবি ধরা পড়েছে ঝালার একাধিক গ্রামে। তার মধ্যে অন্যতম ঝালদার পুস্তি গ্রাম পঞ্চায়েতের কড়াডি গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম। ফলে পাকা রাস্তা থাকা সত্ত্বেও সেই জল কাদা পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের।

বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। পুরুলিয়া জেলা বিজেপি সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো কটাক্ষ করে বলেন, এটাই দিদির উন্নয়নের নমুনা। যদিও তৃণমূলের ঝালদা ব্লক সভাপতি জয়প্রকাশ মাহাতোর দাবি , জনগণের স্বার্থে সরকারি ভাবে প্রতিটি গ্রামেই পাকারাস্তা নির্মাণ করা হচ্ছে। কিন্তু কিছু মানুষ নিজ স্বার্থে রাস্তার উপরে বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিয়ে রাস্তার ভারসাম্য নষ্ট করছে। বিষয়টি নিয়ে জানতে ঝালদা ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজকুমার বিশ্বাসকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

অন্যদিকে এরই মধ্যে আগামী ২৮মার্চ পুরুলিয়া জেলা জুড়ে ৩২১ টি পাকা রাস্তার উদ্বোধন হবে। সেগুলোর কি আগামী দিনে এই একই অবস্থা দাঁড়াবে? প্রশ্ন সাধারণ মানুষের মনে। তাদের মতে নিকাশি নালার ব্যবস্থা না করে যদি এই রাস্তা তৈরি হয়ে থাকে তাহলে সাধারণ মানুষ শেষ পর্যন্ত পাকা রাস্তার সুফল পাবে না। এখন সরকারি লক্ষ লক্ষ টাকা খরচ করে এইসব রাস্তার হাল আগামী দিনে কি হয় সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments