নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ‘দুর্গাপুর রম্যবীণা’র বসন্ত বন্দনা বরাবরের মতোই স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল হয়ে থাকলো ২৫ মার্চ সন্ধ্যায় “বসন্তের মাধুরী উৎসবে” শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে। দুর্গাপুর ইস্পাত নগরীর এস সি ডব্লিউ সি সভাগৃহে আয়োজিত উল্লিখিত অনুষ্ঠানে রবীন্দ্রনাথের বসন্ত ঋতুকেন্দ্রিক সংগীত পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধতার শিখরে পৌছে দিলেন বুদ্ধদেব সেনগুপ্ত, প্রণব মুখোপাধ্যায়, ঋতুকণা ভৌমিক,বাণী চট্টোপাধ্যায়,শ্রাবয়িতা দে, মানসী মুখোপাধ্যায়, রিমা ঘোষ, মহুয়া সরকার, সুস্মিতা সাহা, মৌসুমী রক্ষিত, অশেষ মিত্র, ইন্দ্রাণী মুখোপাধ্যায়, শুক্লা মন্ডল প্রমুখ ২৭ জন শিল্পী। আবৃত্তি পরিবেশন করলেন ‘স্বরবাক’ সংস্থার শিল্পীবৃন্দ। যন্ত্রসংগীত সহযোগিতায় অনবদ্য ভূমিকা পালন করলেন – সমীর রায়, বোধিচিত্ত বন্দ্যোপাধ্যায়, নীলোৎপল মন্ডল, বুদ্ধদেব দাস ও চণ্ডীদাস রায়। সমগ্র অনুষ্ঠানের সুচারু সঞ্চালনায় ছিলেন বিপ্লব মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আবিরে রাঙিয়ে এবং মিষ্টিমুখের মাধ্যমে আপ্যায়িত করা হয়।