সংবাদদাতা,কাঁকসাঃ– সবে বসন্তের শেষ। গ্রীষ্ম শুরু হয়নি এখনো। কিন্তু প্রাক গ্রীষ্মেরে এই মুহূর্তে তীব্র পানীয় জলের সংকট শুরু হয়ে গেছে দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের তৃণমূল পরিচালিত মলানদিঘী গ্রাম পঞ্চায়েতে। শুক্রবার সকালে পানীয় জলের দাবিতে মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের আকন্দারা বাউড়ি পাড়ায় পানীয় জলের দাবিতে সরব হন কয়েকশো মানুষ।
এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন। যে কোনও দিন নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আর পঞ্চায়েত ভোটের আগে প্রধান পীযুষ মুখার্জীর বিরুদ্ধে ক্রমশ ঘনীভূত হচ্ছে ক্ষোভ। এলাকাবাসীর অভিযোগ প্রধানকে একাধিকবার এই সম্যসার কথা জানানো হলেও তিনি কর্ণপাত করছেন না। এলাকায় ১টি মাত্র টিউবওয়েল তাও বিকল। এলাকার বাসিন্দা মেনকা বাউড়ি, মীনা বাউড়িরা জানান তাদের জল আনতে প্রায় পাঁচ কিলোমিটার দূরে যেতে হয়। সেখান থেকে জল আনতে আবার অনকে সময় বাধার মুখেও পড়তে হয় বলেও অভিযোগ স্থানীয়দের। যদিও মলানদিঘী গ্রাম পঞ্চায়েত প্রধান পীযুষ মুখার্জী দাবি করেছেন জল সংকটের সমস্য়া দূর করতে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকায় খুব তাড়াতাড়ি বসানোর হবে সোলার সাবমার্সিবল। পাশাপাশি জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে বাড়িতে বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর কাজ চলছে । এই কাজ শেষ হলেই সমস্যার সমাধান হবে বলে দাবি করেন প্রধান।