নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বিমা সংস্থাকে মাতৃপিতৃ হীন অনাথ শিশুকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণের রায় দিল দুর্গাপুর মহকুমা আদালত। বৃহস্পতিবার এই রায় দেন মোটর অ্যাক্সিডেন্ট ক্লেইম ট্রাইব্যুনাল (ফার্স্ট ট্রাক কোর্ট) বিচারক শুভজিৎ বসু।
ঘটনা প্রসঙ্গে জানা যায় শিশুকন্যা ডোনা নাগের বাবা সমীরণ নাগ রানীগঞ্জ থানায় সিভিক ভল্যান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ২০২০ সালের ৫ মে রানীগঞ্জের পাঞ্জাবী মোড় এলাকায় রাত্রিকালীন টহলদারির সময় তিনি যে গাড়িতে ছিলেন সেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হয়ে মৃত্যু হয় তার। ঘাতক ট্রাকের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে তার পরিবার । পরবর্তী সময়ে উক্ত ট্রাকের বিমা সংস্থার বিরুদ্ধে দুর্গাপুর মহকুমা আদলতে ক্ষতিপূরণের মামলা দায়ের করা হয়। মামলা চলাকালীন মৃত সমীরণের স্ত্রী আত্মহত্যা করেন। এরপর শিশু সন্তান ডোনাকে সঙ্গে নিয়ে মামলা লড়তে থাকেন সমীরণের মা ও বাবা। সেই মামলায় বৃহস্পতিবার চূড়ান্ত রায় ঘোষনা করে দুর্গাপুর মহকুমা আদালত। মোট ১৭ লক্ষ ৪৩ হাজার ৬০০ টাকা ঘাতক ট্রাকের বিমা সংস্থাকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন মোটর অ্যাক্সিডেন্ট ক্লেইম ট্রাইব্যুনাল (ফার্স্ট ট্রাক কোর্ট) বিচারক শুভজিৎ বসু।
মৃত সমীরণ নাগের পরিবারের আইনজীবী আয়ুব আনসারী বলেন, “ক্ষতিপূরণের মামলায় ক্ষতিপূরণের অনেক রায় ঘোষণা হয়েছে। কিন্তু এই রায়দান অত্যন্ত অর্থবহ। কারণ সমীরণবাবু ও তাঁর স্ত্রী দুজনেই মারা গেছেন। শুধু তাদের শিশু কন্যা ডোনা বেঁচে আছে।” ওই শিশুর ভরণপোষণের খরচ নিশ্চিত করতে প্রায় ১০ লক্ষ টাকা নাবালকের নামে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে স্থায়ী আমানত করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই টাকা শিশুর আঠারো বছর বয়স পর্যন্ত জমা রাখতে হবে। শিশুটির বয়স ১৮ হলে তখন সে ওই টাকা খরচ করতে পারবে। বাকি টাকা ওই শিশুর বর্তমান অভিভাবকরা পাবেন।