সংবাদদাতা,বাঁকুড়াঃ– কুড়মি জাতিকে তপশিলি উপজাতিভুক্ত করা, কুড়মালি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সারণা ধর্মকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে শনিবার ভোর থেকে পথে নেমে আন্দোলন শুরু করেছে কুড়মি সমাজের মানুষজন। চলছে বাঁকুড়ায় রাজ্য সড়ক সহ একাধিক জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ। যার জেরে রীতিমতো ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার সকাল ৬ টা থেকে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক সহ বিভিন্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন কুড়মি সমাজের মানুষজন। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। বাঁকুড়া ছাড়াও অবরোধ চলছে ঝাড়গ্রামের জাম্বনি ও পুরুলিয়ার একাধিক জায়গায়। সন্ধ্যা ৬ টা পর্যন্ত অর্থাৎ ১২ ঘণ্টা ধরে এই অবরোধ চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। যার জেরে শনিবার সকাল থেকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের কিছু অংশে যাতায়াত ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছে। এই আন্দোলন লাগাতার চলবে বলেও জানিয়েছে কুড়মি সমাজ। সমাজের অভিযোগ সাংবিধানিক অধিকার থেকে তাঁরা বঞ্চিত। ৭৩ বছর ধরে তাদের এই আন্দোলন চলছে। তবুও কোনও ভ্রূক্ষেপ নেই সরকারের। তাই আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান তাঁরা। আগামীকাল অর্থাৎ রবিবার ফের জাতীয় সড়ক ও রেল অবরোধ করার কর্মসূচি রয়েছে বলে জানিয়েছে তারা। এর ফলে জঙ্গলমহল এলাকায় জনজীবন স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই।