এই বাংলায় ওয়েব ডেস্কঃ– মেঘলা দিন, ফুরে ফুরে হাওয়া । মেঘ-বৃষ্টির খেলার মেয়াদ আর বেশিদিন নয়। বসন্তের শেষে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় মনোরম আবহাওয়ার মেয়াদ শেষ । গ্রীষ্মের প্রচণ্ড দহনে পুড়বে গোটা রাজ্য। গ্রীষ্মকাল অর্থাৎ এপ্রিল থেকে জুন, এই তিন মাস তীব্র দাবদাহে পুড়তে চলেছে দেশের অধিকাংশ রাজ্য। বাদ যাবে না পশ্চিমবঙ্গও। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে মৌসম ভবন। বেশ কয়েক বছর ধরেই গ্রীষ্মের দাপট বেড়েছে। এ বার সেই দাপট আরও বাড়তে পারে বলে আশঙ্কা। অতিরিক্ত গরমে জনজীবন ব্যাহত হতে পারে বলেও মনে করা হচ্ছে।
এদিকে আগামীকাল থেকেই বদল হতে চলেছে রাজ্যের আবহাওয়ার। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই অধিকাংশ জেলার আকাশেরই মুখ ভার ছিল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কমবেশি প্রায় সব জেলাতেই হয়েছে বৃষ্টি। বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও। তবে আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে বলে জানা যাচ্ছে। বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে রবিবার দু-একটি জেলায় থাকবে মেঘলা আকাশ। রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।