নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বেশ কয়েক বছর ধরে দুর্গাপুর শিল্পাঞ্চলে এইচ এস ই ইউ (হিন্দুস্তান স্টীল এমপ্লয়িজ ইউনিয়ন) নেতৃত্ব লাগাতার ইস্পাত কর্মীদের ন্যায্য অধিকার ইস্পাত কোয়ার্টারের লিজ ও সুদ সহ গ্রাচুইটির দাবিতে আন্দোলন চালাচ্ছে। অভিযোগ লেবার মিনিস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও ইস্পাত কর্মীদের কোয়ার্টারের লিজ দেওয়া হচ্ছে না ও গ্রাচুইটি সুদ সহ ফেরত দেওয়া হচ্ছে না।
প্রসঙ্গত জীবনের শেষ বয়সে পৌঁছে কারখানার দেওয়া কোয়ার্টারেই থেকে গেছেন প্রাক্তন ইস্পাত কর্মীরা। ফলে অবসরের সময় তাঁদের গ্রাচুইটির টাকা আটকে রাখা হয়। অথচ স্টীল অথোরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের বিভিন্ন ইউনিটে কোয়ার্টার এবং গ্রাচুইটি সুদ সহ ফেরত দেওয়া হয়েছে বলে দাবি।
এবার ইস্পাত কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের কোয়ার্টারের লিজ পাওয়ার ব্যাপারে এইচএসইইউ ইস্পাত কর্তৃপক্ষ এবং কারখানার সব ইউনিয়নকে সঙ্গে নিয়ে আলোচনা শুরু করেছে যাতে একটা গ্রহণযোগ্য জায়গায় আসা যায়। আর এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ছেন এইচ এস ই ইউ (সিটু) সম্পাদকমন্ডলীর প্রাক্তন আহ্বায়ক তথা ইউনিয়নের বর্তমান সভাপতি, যিনি রাজ্য সিআইটিউ-র অন্যতম সম্পাদক, সেই বিশ্বরূপ ব্যানার্জী। তিনি এবং ইউনিয়নের সম্পাদকমন্ডলীর বর্তমান আহ্বায়ক সীমান্ত চ্যাটার্জী কারখানার কার্যকরী আরও ৬টি ইউনিয়নকে সাথে নিয়ে, তাদের সক্রিয় সহযোগিতায় ইস্পাত কর্তৃপক্ষের সাথে লাগাতার আলোচনায় বসে। সেই আলোচনার একটা পর্যায় শুরু হয়েছে গত মাসের ৩১ তারিখ থেকে এবং আজ রবিবার পর্যন্ত তা চলছে। আলোচনায় এইচএসইইউ -এর পক্ষে অংশ নিয়েছেন বিশ্বরূপ ব্যানার্জী ও সীমান্ত চ্যাটার্জী। সব পক্ষই আশাবাদী এই আলোচনার মাধ্যমে কোয়ার্টারের লিজ-এর বিষয়ে একটা সম্মানজনক সমাধান হবে।