eaibanglai
Homeএই বাংলায়সুস্বাস্থ্যের সন্ধানে পদযাত্রা

সুস্বাস্থ্যের সন্ধানে পদযাত্রা

সংবাদদাতা, বাঁকুড়া:– স্টুডেন্টস্ হেলথ হোম, বাঁকুড়ার আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে রবিবাসরীয় সকালে ‘হাঁটো সুস্বাস্থ্যের সন্ধানে, বাঁধো মানবতার বন্ধনে’ শীর্ষক এক অভিনব পদযাত্রার আয়োজন করা হয়েছিল। যেখানে অংশ নিয়েছিল শহরের একাধিক স্কুলের ছাত্র ছাত্রীরা। পাশাপাশি পদযাত্রায় পা মেলান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাগরিশ নৌরোজ, বিশিষ্ট চিকিৎসক ও সংগঠনের কার্যকরী সভাপতি ডাঃ অমিতাভ চট্টরাজ, ডেপুটি সি.এম.ও.এইচ (বাঁকুড়া) ডাঃ এস.এন.ভট্টাচার্য, বিজ্ঞান আন্দোলনের নেতা জয়দেব চন্দ্র, বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের সভাপতি ও রেজিস্টার সহ অন্যান্যরা। বঙ্গ বিদ্যালয় থেকে শুরু হয়ে বাঁকুড়া ইনস্টিটিউটে পদযাত্রাটি শেষ হয়।

প্রসঙ্গত ১৯৫২ সালে কলকাতার ধর্মতলায় ডাঃ অমিয় বসুর চেম্বারে স্টুডেন্টস্ হেলথ হোমের যাত্রা শুরু। বার্ষিক পদযাত্রা স্টুডেন্টস্ হেলথ হোম আন্দোলনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। কিন্তু বিশেষ কিছু কারণে গত দু’দশক ধরে তা সংগঠিত করা যায়নি বলে সংগঠনের তরফে জানা যায়। এবার প্রায় কুড়ি বছর পর নতুন করে ওই কর্মসূচী শুরু করা হয়েছে বলে জানান সংগঠকরা। চলতি বছরে রাজ্যের ৩২ টি আঞ্চলিক কেন্দ্র ও কয়েকটি ‘সম্ভাবনাময় শহরে’ পদযাত্রা শেষে আগামী ৭ এপ্রিল, গুড ফ্রাইডের দিন কলকাতায় কেন্দ্রীয় পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments