eaibanglai
Homeএই বাংলায়পৃথিবীর দিকে দল বেঁধে ধেয়ে আসছে একসঙ্গে পাঁচটি গ্রহাণু

পৃথিবীর দিকে দল বেঁধে ধেয়ে আসছে একসঙ্গে পাঁচটি গ্রহাণু

এই বাংলায় ওয়েব ডেস্কঃ– পৃথিবীর দিকে দল বেঁধে ধেয়ে আসছে একসঙ্গে পাঁচটি গ্রহাণু। বিষয়টি নিয়ে সতর্ক করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসা জানিয়েছে এই পাঁচটি গ্রহাণুর মধ্যে একটি গ্রহাণুর আয়তন প্রায় ১৫০ ফুট। ওই গ্রহাণুটি পৃথিবীর খুব কাছে চলে এলে সমস্যা হতে পারে। এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে ৬ এপ্রিল, বৃহস্পতিবার। এর নাম দেওয়া হয়েছে ২০২৩ এফজ়েড৩। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে ঘণ্টায় ৬৭ হাজার ৬৫৬ কিলোমিটার বেগে। ৬ তারিখ পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর সবচেয়ে কম দূরত্ব হওয়ার কথা ৪১ লক্ষ ৯০ হাজার কিলোমিটার। গ্রহাণুটির গতিবিধির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে নাসা।

তবে বাকি গ্রহাণুগুলি আকারে ছোট, সেগুলি কোনো সমস্যার সৃষ্টি করতে পারবে না বলে মত মহাকাশ বিজ্ঞানীদের। প্রথম গ্রহাণুটি ৪৫ ফুটের। এটি সোমবারই পৃথিবীর পাশ দিয়ে চলে গিয়েছে। এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে ২০২৩ এফইউ৬। দ্বিতীয় গ্রহাণুটি ৮২ ফুটের। সেটিও সোমবারই পৃথিবীর পাশ দিয়ে চলে গেছে। দ্বিতীয় গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ২০২৩ এফএস১১। তৃতীয় গ্রহাণু ২০২৩ এফএ৭-এর আয়তন ৯২ ফুট। এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে মঙ্গলবার। চতুর্থ গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি আসবে বুধবার। এই গ্রহাণুটি আকারে একটি আস্ত বাড়ির সমান, আয়তন প্রায় ৬৫ ফুট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments