সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- আজ মহাবীর জয়ন্তী। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথির সময়ই মহাবীর জয়ন্তী পালিত হয়। আজ চৈত্র মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি হওয়ায় আজই মহাবীর জয়ন্তী। মহাবীর ছিলেন জৈন ধর্মের ২৪ তম তীর্থঙ্কর।
তিনি বিহারের কুন্দলপুরের রাজ ঘরানায় ৫৯৯ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। জৈন ধর্মের অন্যতম প্রবর্তক ভগবান মহাবীর। শৈশবে তার নাম ছিল বর্ধমান। এরপর মাত্র ৩০ বছর বয়সে তিনি সিংহাসন ও সকল ঐশ্বর্য ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। এই বয়সেই তিনি অনিত্য বস্তুর প্রতি মোহ ত্যাগ করে নিত্য বস্তুর সন্ধানে আধ্যাত্মিকতার পথে শরিক হন। সারা জীবন ধরে তিনি অহিংসার বাণী প্রচার করে গিয়েছেন। আজ ২৬২১ তম জন্মবার্ষিকী, আজকের দিনে জৈন ধর্মের উপাসকরা সারাদিন উপবাস রাখেন এবং অভাবীদের অন্ন ও অস্ত্র দান করেন।
ভগবান মহাবীর মানুষকে জাগতিক আনন্দ ত্যাগ করে নিজের মুক্তি যাতে হয় সেই চেষ্টাই করতে বলেছেন। কীভাবে মানুষ মুক্তি পাবে? তাও তিনি বলে গিয়েছেন। ভগবান মহাবীর পাঁচটি ব্রত প্রচার করেছিলেন আর তার অনুসারীরা সেই পাঁচটি ব্রতেরই পালন করে থাকেন। সেই পাঁচটি ব্রত হল- অহিংসা, সত্যবাদিতা, অচৌর্য অর্থাৎ চুরি না করা, সতীত্ব অর্থাৎ পবিত্রতা এবং অনাসক্তি অর্থাৎ কোনো কিছুর প্রতি আসক্ত না থাকা। বন্ধুরা এই পাঁচটি জিনিস যদি আমরা নিজেদের জীবনে মেনে চলতে পারি তবে অবশ্যই আমরা সংসারে থেকেও সুখ লাভ করবো।