সংবাদদাতা,বাঁকুড়াঃ– ঝাড়খণ্ডের দলামা পাহাড় থেকে আসা হাতির দল বাঁকুড়ার জঙ্গল মহলের গ্রামগুলিতে প্রায়ই প্রাণ্ডব চালায়। ফসল ঘরবাড়ির ক্ষতির পাশাপাশি হাতির আত্রমণে মৃত্যুর ঘটনাও ঘটে প্রায়ই। এছাড়াও এই জঙ্গল মহল এলাকায় রয়েছে কয়েকটি রেসিডেন্সিয়াল হাতিও। তারও মাঝে মধ্যে ঢুকে পড়ে লোকালয়ে এবং তাণ্ডব চালায়।
এবার হাতির আক্রমণে নিহতদের পরিবারের সদস্যরা আন্দোলনে নামলেন। মঙ্গলবার পরিবারের সদস্যদের চাকরির দাবিতে জেলা শাসকের অফিসে বিক্ষোভে সরব হন নিহতদের পরিজনরা। বছর দুয়েক আগে, হাতির আক্রমণে মৃত্যু হলে ক্ষতিপূরণের পাশাপাশি মৃতের পরিবারের কোনও সদস্যকে স্পেশাল হোমগার্ড পদে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নিহতদের পরিবারের সদস্যদের দাবি বাঁকুড়া জেলায় কয়েকজন চাকরি পেলেও এখনো পর্যন্ত প্রায় ৬০ জনেরও বেশী সদস্য চাকরি পাননি। তাদের দাবি অবিলম্বে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন মৃতের পরিজনেরা।