সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- বন্ধুরা আজ ৬ই এপ্রিল হলো হনুমান জয়ন্তী। চলুন আজকে আপনাদের বলবো হনুমান চল্লিশা বা চালিশা পাঠের উপযোগিতা। পবননন্দন হনুমানকে সংকটমোচন বলা হয়। সনাতন শাস্ত্রে বলা হয় যে, হনুমান চালিশা পাঠ করলে আসন্ন সংকট থেকে মানুষ মুক্তি পায়। চলুন আজকে আপনাদের বলব হনুমান চালিশা পাঠ করলে কী উপকার পাওয়া যায়?
১। একটানা ৪০ দিন যদি কেউ হনুমান চালিশা পাঠ করে ১২ জ্যোতির্লিঙ্গ দর্শনের সমান পূণ্য ফল লাভ হয়।
২। যারা রাত্রে বেলায় দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে জেগে ওঠেন তারা হনুমান চল্লিশা পাঠ করলে আর কখনো দুঃস্বপ্ন দেখে ভীত হবেন না।
৩। জীবনের সকল বাধা-বিপত্তি কেটে যায় হনুমান চালিশা পাঠ করলে।
৪। হনুমান চালিশা পাঠ করলে শত্রু নাশ হতে পারে ।
৫। কর্মফলের কারণে মানুষ বারংবার পুনর্জন্ম লাভ করেন এবং জন্ম মৃত্যুর চরাচরে ঘুরতে থাকেন। কিন্তু যদি কোন ভক্ত নিষ্কাম মনে হনুমান চল্লিশা এক মনে পাঠ করেন তাহলে তার আর পুনর্জম হয় না।
৬। হনুমান চালিশা পাঠ করলে শনিদেবের সাড়ে সাতি দশা কাটতে থাকে।
এছাড়া হনুমান হলেন রাম ভক্ত তাই যদি কেউ হনুমানের ভক্ত হয় তিনি অনায়াসে রামপদ অথবা বিষ্ণুপদ অথবা কৃষ্ণপদ লাভ করেন। কারণ তিনি আমাদের শ্রদ্ধা ভক্তি দান করতে পারেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী পবন নন্দন ভক্ত শ্রেষ্ঠ হনুমান কি জয়!