নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা হত্যাকাণ্ডে জড়িয়ে রয়েছে কোনও বড়, ম্যাচিওর মাথা। এমনকি গরুপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফকে গ্রেফতার করা না গেলে তাকেও খুন করা হতে পারে আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং। শুক্রবার দুর্গাপুরের বিধাননগরে রাজু ঝায়ের বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করেন সাংসদ এবং তখনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাকে রীতিমতো এই বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায়।
উল্লেখ্য, বিশেষ সূত্রে জানা গেছে গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নিহত রাজুর। সেই আবদুল লতিফের গাড়িতেই গত শনিবার কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ের ল্যাংচা হাবের কাছে রাজু ঝাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। ঘটনার পর সিট তৈরি করে তদন্ত শুরু হলেও ওই ঘটনায় এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি। যদিও সাংসদ এদিন দাবি করেন পুলিশের উপর তার ভরসা রয়েছে। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা নিশ্চিন্তে থাকতে পারবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি।
প্রসঙ্গত ২০২০ সালে লোকসভা নির্বাচনের আগে তার উপস্থিতিতেই বিজেপিতে যোগ দিয়েছেন অবৈধ কয়লা কারবারি হিসেবে পরিচিত রাজু। এরপর অর্জুন সিং তৃণমূলে যোগ দেন। এদিন আরও সংযোজন করে অর্জুন বলেন, রাজুকে তৃণমূলের কাজে লাগানো চেষ্টা করে ছিলাম। কিন্তু তার আগেই ঘটে গেল দুর্ঘটনা।
এদিন অর্জুন জানান রাজু ঝার সঙ্গে তার কোনও ব্যবসায়িক সম্পর্ক না থাকলেও বহুদিনের পারিবারিক সম্পর্ক। বিহারে দুজনেরই কাছাকাছি গ্রামে বাড়ি। সেই সূত্রেই আলাপ। এদিন পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেও জানান সাংসদ।