নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- এবার দাদাগিরির অভিযোগে দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের সাত শ্রমিক নেতাকে বহিষ্কার করল দল। এরা হলেন শেখ শাহাবুদ্দিন, শেখ আতাহার, শেখ আজিমুদ্দিন, সুখেন্দু চট্টোপাধ্যায়, শুভাশিস চট্টোপাধ্যায়, শেখ মানিক ও শেখ রাজু। দুর্গাপুরের সিধু কানহু ইনডোর স্টেডিয়ামে এক সাংবাদিক বৈঠক করে বহিষ্কৃত নেতাদের নাম ঘোষণা করেন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শেখ রাজু ছাড়া অন্যরা কেউ দলের কোনও কমিটিতে ছিলেন না বলে জানান ঋতব্রত। বৈঠকে উপস্থিত ছলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ আইএনটিটিইউসি’র একাধিক জেলা নেতৃত্ব।
বৈঠকে জানানো হয় দীর্ঘদিন ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় নিজেদের তৃণমূল শ্রমিক সংগঠনের জানিয়ে প্রভাব খাটাচ্ছিলেন এই সাতজন। বারং বার এই অভিযোগ উঠছিল। এমনকি বিষয়টি নিয়ে একাধিকবার জেলা ও রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগও জমা পড়ে। এরপরই পুরো বিষয়টি তদন্ত করে দেখে দোষ প্রমাণিত হওয়ায় ওই সাত নেতাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ডিএসপি কর্তৃপক্ষকেও আজ জানিয়ে দিয়েছি যে, যদি বহিষ্কৃত এই সাত জন নিজেদের আইএনটিটিইউসি বলে দাবি করেন, মান্যতা দেবেন না। পাশাপাশি আইএনটিটিইউসি কমিটিতে ডিএসপি-র একজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ঋতব্রত।
অন্যদিকে ডিএসপি সহ রাজ্যের সমস্ত কারখানায় এই ধরণের দাদাগিরি রুখতে গেট পাসের বদলে বায়োমেট্রিক পদ্ধতি চালুর উপর জোর দেন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ইস্পাত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আগামী দু মাসের মধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানাতে বায়োমেট্রিক পদ্ধতি চালু হয়ে যাবে বলেও এদিন আশ্বাস দেন ঋতব্রত।