নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ডিএসপি হাসপাতালের এক সাফাই কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে এল শিল্পাঞ্চলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সোমবার রাতে সন্তু মুখার্জী নামে দুর্গাপুর ইস্পাত হাসপাতালের এক সাফাই কর্মীকে তৃণমূল তফসিলি মোর্চার সভাপতি শেখর রামের অনুগামীরা মারধর করে বলে অভিযোগ। ঘটনায় রীতিমতো বিরম্বনায় পড়েছে জেলা নেতৃত্ব।
অন্যদিকে হাসপাতালের ওই সাফাই কর্মী সন্তু মুখার্জী দাবি করেন তিনিও তৃণমূল শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। অথচ তৃণমূলের দুর্গাপুর ১ নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষের অনুগামী বলে পরিচিত এক নম্বর ব্লকের তপশীলী মোর্চার সভাপতি শেখর রামের লোকজন তার উপর হামলা চালায়।
এই মারধরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয় হাসপাতালের অন্যান্য সাফাই কর্মীরা। যার জেরে বন্ধ হয়ে যায় হাসপাতালের গুরুত্বপূর্ণ কিছু বিভাগের পরিষেবা। চরম বিপাকে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগী তার পরিবারের লোকজন। স্থগিত হয়ে যায় বেশ কিছু অস্ত্রপোচার। যদিও বিক্ষোভরত সাফাই কর্মীরা সাফ জানিয়ে দেন যতক্ষণ না তাদের সহকর্মীকে মারধরের ঘটনার সুবিচার হচ্ছে ততক্ষণ তারা কেউ কাজে যোগ দেবেন না।
অপরদিকে সাফাই কর্মীদের আন্দোলন চলাকালীনই এদিন সেখানে উপস্থিত হন তৃণমূল শ্রমিক সংগঠনের এক নম্বর ব্লক সভাপতি মানস অধিকারী এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হন তিনি। এদিকে তৃণমূলের দুর্গাপুর ১ নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ সাফাই কর্মীদের কাজ বন্ধ রেখে এই আন্দোলনকে দল বিরোধী ও চরম অন্যায় বলে দাবি করেন। এবং যারা এই আন্দোলনকে মদত দিচ্ছে তারা দলের বিরুদ্ধে গিয়ে মদত দিচ্ছে বলেও দাবি করেন তিনি।
এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে দলের এই দ্বন্দে বেশ বিড়ম্বনাতে শাসক শিবির। বিষয়টি নিয়ে তড়িঘড়ি একটি বৈঠকেরও ডাক দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এখন দলের এই দ্বন্দ্ব মেটাতে কি পদক্ষেপ নেয় নেতৃত্ব সেটিই দেখার।