সংবাদদাতা,আসানসোলঃ– একাধারে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি অন্যদিকে অবৈধ কয়লা, গরু সহ বালি পাচারের অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ পাচার নিয়ে সরব বিরোধীরা। তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতার হয়েছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বও। এরই মধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ বুধবার সকালে গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে তিনতল্লা মোড় থেকে অবৈধ বালি ভর্তি একটি ট্রাক্টর আটক করে। সূত্র মারফত জানা যায় দামোদর নদীর ভালাডিহা ঘাট থেকে ওই অবৈধ বালি ভর্তি করে ট্রাক্টরটি কুলটির নিয়ামতপুরের দিকে যাচ্ছিল। তখনই পুলিশ খবর পেয়ে ট্রাক্টর টিকে আটক করে নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে যায়।
অবৈধ পাচার নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত ও নজরদারি সত্ত্বেও বারবার অবৈধ পাচারের খবর উঠে আসছে খবরের শিরোনামে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে এতকিছু সত্ত্বেও আদপে অবৈধ পাচারের কারবার যে বন্ধ হয়নি এই সব ঘটনাই তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।