নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গ্রীষ্ম শুরুর আগেই তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বাদ পড়েনি পশ্চিম বর্ধমান ও তার শিল্পাঞ্চল দুর্গাপুর। প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস করছে শিল্পাঞ্চলবাসী। আর তারই মধ্যে শুরু হয়েছে পানীয় জলের সঙ্কট।
দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরোর বনফুল বস্তিতে দেখা দিয়েছে তীব্র জল সঙ্কট। প্রায় দেড়শো মানুষের বসবাস এই বস্তি এলাকায়। বৃহস্পতিবার পানীয় জলের দাবিতে বালতি হাতে নিয়ে বোরো অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। আর তাদের এই বিক্ষোভে তাদের পাশে দাঁড়ায়ে আন্দোলনের সামিল হয় বামেরা। এদিন বোরো অফিসের ভেতর ঢুকে পড়ে বিক্ষোভ শুরু করে দেয় আন্দোলনকারীরা। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
বনফুল বস্তিবাসীরা জানান তাদের পানীয় জলের সমস্যা নতুন নয়। প্রতি বছর গরম পড়তে না পড়তেই শুরু যায় পানীয় জলের সমস্যা। ভোট আসে ভোট যায়। প্রতিবারা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি মিললেও পানীয় জলের সমস্যার সমাধান হয়না। তাই দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে বস্তিবাসী ও স্থানীয় বাম নেতৃত্ব।