নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– গ্রাম বাংলার বারো মাসে তেরো পার্বনের অন্যতম প্রাচীন লোক উৎসব গাজন। হিন্দু বিশ্বাস অনুযায়ী শিবের বিবাহ হয়েছে চৈত্র মাসে। তাই এই মাসকে বলা হয় ‘মধুমাস’। আর এই মধুমাসে শিবের বিবাহকে স্মরণ করে পালিত হয় গাজন উৎসব। গাজনের মূল উপাসক যারা তাদের বলা হয় ভক্ত বা সন্ন্যাসী। শিবের বিয়ের বরযাত্রী হিসেবে তাদের পালন করতে হয় নানা উপাচার। চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজার সঙ্গে এই উৎসবের সমাপ্তি ঘটে।
দুর্গাপুর শিল্পাঞ্চলের নডিহা গ্রামের গাজন উৎসব বহু প্রচীন। দীর্ঘদিন ধরে প্রাচীন ঐতিহ্য মেনে এখনও পালিত হয়ে আসছে এই উৎসব। এবারও তার ব্যতিক্রম হয়নি। বর্ষশেষের এই উৎসবকে ঘিরে সেজে উঠেছে গ্রাম ও গ্রামের মন্দির। পাঠ পুজোর মাধ্যমে সূচনা হয়েছে উৎসবের । মূলত এক মাস ধরে সন্ন্যাস ব্রত পালন করে এই গাজন উৎসব উদযাপন করা হলেও গাজনের মূল আচার অনুষ্ঠানগুলি পালিত হয় চৈত্র মাসের শেষ ৫ দিন। চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাসী বা ভক্তরা গাজন উৎসবে মেতে ওঠেন। চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজার সঙ্গে এই উৎসবের সমাপ্তি ঘটে। এদিন নডিহা গ্রামের এই গাজন উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।