সংবাদদাতা,আসানসোলঃ- সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে বাইক চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল রানীগঞ্জ থানার পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার বিস্তীর্ণ এলাকাতেই রয়েছে সিসিটিভি ক্যামেরা। আর সেই সিসিটিভি ক্যামেরার নজরদারির কারণে বহু ক্ষেত্রে সফলতা পেয়েছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে জানা যায় গত ৬ই এপ্রিল রানীগঞ্জ থানার পি এন মালিয়া রোড এলাকার, কালীতলার কাছে, উমেশ চৌধুরী, নামে এক ব্যক্তি বাজার করে বাড়ির বাইরে মোটরবাইক রেখে বাড়িতে ঢোকেন। কিছুক্ষণবাদেই বাড়ির বাইরে বেরিয়ে দেখেন বাইকটি গায়েব হয়েছে গেছে। বিস্তর খোঁজখুঁজি করেও বাইকের হদিশ না পেয়ে শেষমেশ রানীগঞ্জ থানার পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশ ঘটনার তদন্তে নেমে বিভিন্ন অংশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গির্জা পাড়ার বাসিন্দা বছর তেইশের বাদশা খানকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় ও জিজ্ঞাসাবাদ শুরু করে। আর তাতেই মেলে সাফল্য। চুরি যাওয়া বাইকটি ধৃতের বাড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য পুলিশ সূত্রে জানা গেছে এর আগে ধৃত বাদশা খান ও তার সঙ্গী সাথীরা বিভিন্ন এলাকা থেকে বারোটি মোটরবাইক চুরি করেছিল। সেই সময় পুলিশ এই বাদশা খানসহ অন্যান্যদের গ্রেফতারও করে চুরি যাওয়া বারোটি মোটরবাইক উদ্ধারও করেছিল। পরে ধৃতরা জামিনে ছাড়া পেয়ে যায়।