সংবাদদাতা,কাঁকসাঃ– দুই হনুমানের তাণ্ডবে নাজেহাল কাঁকসা ব্লকের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের দাবি গত বৃহস্পতিবার থেকে দুটি হনুমান গোটা এলাকা জুড়ে তাণ্ডব চালায়। হনুমানের আক্রমনে বেশ কয়েক জন জখমও হন। এলাকার মানুষের উপর আক্রমন চালানোর পাশাপাশি হনুমানদুটি ঘরের মধ্যে ঢুকে জিনিসপত্র তছনছ করেছে বলেও অভিযোগ। হনুমানের ভয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পুরো বিষয়টি জানানো হয় বন দপ্তরে। অবশেষে শনিবার দুর্গাপুর বনবিভাগের শিবপুর বিট অফিসের বনকর্মীরা এদিন এলাকায় গিয়ে হমুমান দুটিকে খাচাবন্দী করে সঙ্গে করে নিয়ে যায়। ফলে গত দুদিন ধরে চলা তাণ্ডবের হাত থেকে রেহাই পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে গ্রামবাসী। অন্যদিকে বনদপ্তর সূত্রে জানা গেছে শারীরিক পরীক্ষার পর খুব শীঘ্রই বন্দী হনুমান দুটিকে বনের মধ্যে ছেড়ে দেওয়া হবে।