eaibanglai
Homeএই বাংলায়বৈশাখে তুলসী বৃক্ষে জলদানের মাহাত্ম্য জানুন!

বৈশাখে তুলসী বৃক্ষে জলদানের মাহাত্ম্য জানুন!

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জল দান করা হয়, গত ১৫ই এপ্রিল থেকে তুলসী বৃক্ষে জলদান শুরু হয়েছে আর আগামী মাসের ১৫ই মে পর্যন্ত তুলসী বৃক্ষে জল দান প্রক্রিয়া চলবে। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের বলবো তুলসী বৃক্ষে আমরা‌ কেন জলদান করি? আসলে বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়, তাই এই মাসে বিষ্ণু ভক্ত গণকে জল দান করা হলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন আর তুলসী তো সর্বশ্রেষ্ঠ বিষ্ণু ভক্ত।

বৈশাখ মাসে তুলসী গাছে জলদান করার মাহাত্ম্য-

তুলসী‌ মহারানীকে বলা হয় শ্রীকৃষ্ণ প্রেয়সী, তাই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জল দান করার ফলে তার কৃপা প্রাপ্ত হ‌ই আমরা আর তার এই কৃপার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পেতে পারি। তুলসীদেবী সম্বন্ধে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় যে, তুলসী বৃক্ষ দর্শন করলেই সকল পাপ মুহূর্তে বিনষ্ট হয়। তুলসী বৃক্ষে জলদান করলে যম যাতনা দূরে হয় ও‌ তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসী দেবীর কৃপায় কৃষ্ণভক্তি বৃদ্ধি পায় আর কোনো ভক্ত যদি শ্রদ্ধাযুক্ত হয়েও শ্রী হরির চরণে অর্পণ করেন তাহলে তার কৃষ্ণপ্রেম বৃদ্ধি পায়। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে যে, “যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তিসহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তার আর পুনর্জন্ম হয় না।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments