eaibanglai
Homeএই বাংলায়স্বাস্থ্যকেন্দ্রে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা

স্বাস্থ্যকেন্দ্রে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা

সংবাদদাতা, আসানসোলঃ– বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে রোগীর। এমনই অভিযোগ তুলে ও কর্তব্যরত চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভে সরব হল মৃতের পরিবার পরিজনরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আসানসোলের সালানপুর ব্লকের পিঠাকেয়ারী স্বাস্থ্য কেন্দ্র চত্বরে। অবশেষে রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ বিক্ষোভ কারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতির সামাল দেয়।

ঘটনাসূত্রে জানা যায় চিতালডাঙ্গা অঞ্চলের দীপক বাউরি নামক এক ব্যাক্তিকে বুধবার সন্ধ্য়ায় পিঠাকেয়ারী স্বাস্থ্য ভর্তি করা হয়। অভিযোগ প্রায় দু’ঘণ্টা রোগীকে শয্য়া ফেলে রাখা হয় কোনওরকম চিকিৎসা ছাড়াই। এরপর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তড়িঘড়ি অন্যত্র স্থানান্তর করে দেন কর্তৃব্যরত চিকিৎসক। কিন্তু স্বাস্থ্যকেন্দ্র থেকে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় রোগীর। এরপর চিকিৎসকের কাছে লিখিত রিপোর্ট চাইলে তাদের বলা হয় আগে ময়নাতদন্ত করা হোক তবে রিপোর্ট দেওয়া হবে।

এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার পরিজনেরা। তারা অভিযোগ করেন রোগীকে চিকিৎসা করার কথা বলা হলে তাদের অকথ্য ভাষায়
গালিগালাজ করেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও নার্সরা। কর্মরত চিকিৎসক ও নার্সদের শাস্তির ব্যাবস্থা করতে হবে এবং খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইতে হবে। এমন অভিযোগ তুলে স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা।

অন্যদিকে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও নার্সরা বিনা চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments