নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– এবার ডিএসপি কারখানার তৃণমূল ঠিকা শ্রমিক সংগঠনের বহিষ্কৃত নেতার উপর হামলা ও মারধরের অভিযোগ উঠল সংগঠনের এক নেতা ও তার অনুগামীদের বিরুদ্ধে। যদিও হামলা ও মারধরের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত সংগঠনের সম্পাদক শেখ গোলাম রসুল। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় দুর্গাপুর ইস্পাত কারখানার মূল প্রবেশদ্বারের সামনে। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয় দুর্গাপুর থানার পুলিশ।
বহিষ্কৃত তৃণমূল শ্রমিক নেতা তথা সংগঠনের প্রাক্তন কার্যকারী সভাপতি শেখ শাহাবুদ্দিনের অনুগামী শেখ শামসুদ্দীন এদিনের ঘটনায় আহত হন ও তাকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে চিকিৎসা করানো হয় বলে দাবি। আহত সেখ শামসুদ্দিনের জানান এদিন তিনি গাড়িতে করে যখন কারখানায় কাজে যাচ্ছিলেন তখনই গোলাম রসুল সহ তার অনুগামীরা মারধর করে তার মাথা ফাটিয়ে দেয় এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয় গাড়ি। গাড়িতে সেই সময় শেখ শাহাবুদ্দিনও ছিলেন বলে জানান সেখ শামসুদ্দিন।
অন্যদিকে যার বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ, ডিএসপির তৃণমূল ঠিকা শ্রমিক সংগঠনের সম্পাদক শেখ গোলাম রসুলকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি হামলার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে উল্টে অভিযোগ করে বলেন, এদিন বিকেলে কারখানার গেটের সামনে শ্রমিকদের একটি সভা রয়েছে। সেই সভা ভন্ডুল করতেই নাকট করছে অভিযোগকারীরা।
প্রসঙ্গত সম্প্রতি তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শেখ শাহাবুদ্দিন সহ দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক কংগ্রেসের ৭ নেতাকে বহিষ্কার কথা ঘোষণা করেন। তারপর থেকেই দুর্গাপুর ইস্পাত কারখানা তৃণমূল ঠিকা শ্রমিক কংগ্রেসের নব্য নেতৃত্বের সাথে বহিষ্কৃত নেতাদের দ্বন্দ্ব শুরু হয় বলে দাবি শ্রমিকদের একাংশের।