নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ভরদুপুরে শপিং মলের হোর্ডিং ভেঙে পড়ে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের সিটিসেন্টারে। প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ দমকা হাওয়ায় শপিং মলের একেবারে সামনেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিশাল হোর্ডিংটি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন মলের কর্মীর ও ক্রেতারা। যদিও তীব্র দাবদাহের জেরে শপিং মলের সামনে মানুষজন না থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে এই ঘটনা বিকেলের দিকে ঘটলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলে আশঙ্কা করছেন অনেকেই।
মলের এক কর্মী বলেন একে তীব্র গরম ও তাপপ্রবাহ চলছে। তাই স্বাভাবিকভাবেই দুপুরের দিকে মলের সামনে লোকজনের ভিড় ছিল না। অন্যসময় হলে বিশেষ করে বিকেলের দিকে হলে অন্তত ৫০ জন জখম হতে পারতো।
অন্যদিকে মল ম্যানেজার কেষ্ট দে বলেন কীভাবে এতবড় হোর্ডিংটি ভেঙে পড়ল সেটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হোর্ডিংটি কেটে সরিয়ে ফেলা হচ্ছে। আগামী দিনে যাতে এধরণের ঘটনা না ঘটে সে দিকে খেয়াল রাখা হবে।