eaibanglai
Homeএই বাংলায়শহরে গাড়ি প্রতারণা চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ২

শহরে গাড়ি প্রতারণা চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– পশ্চিম বর্ধমান জেলা তথা দুর্গাপুর শহর জুড়ে চলা গাড়ি প্রতারণার চক্রের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল অন্ডাল থানার পুলিশ। পুলিশের হাতে ধরা পড়ল চক্রের দুই সদস্য।

জানা গেছে মোটা টাকার লোভ দেখিয়ে সরকারি বেসরকারি সংস্থায় ভাড়া খাটানোর নাম করে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে গাড়ি নিত প্রতারকরা । এমনকি নতুন গাড়ি কেনার জন্য ফাইন্যান্সের ব্যবস্থা করে দেওয়ারও টোপ দিত তারা । পরে সেই গাড়ি বিক্রি করে দেওয়া হতো পানাগড় অথবা অন্য কোথাও কাবাড়িতে । অন্যদিকে গাড়ি চুরি হয়ে গেছে বলে জানিয়ে দেওয়া হতো গাড়ির মালিককে। এমনকি যাতে কোনও সন্দেহ না হয় সেই জন্য থানাতে গাড়ি চুরির অভিযোগও দায়ের করতো প্রতারকরা । দীর্ঘদিন ধরেই চলছিল এই কারবার । এরকমই দায়ের হওয়া একটি গাড়ি চুরির অভিযোগের তদন্ত করতে গিয়ে অন্ডাল থানার পুলিশ খোঁজ পায় প্রতারণা চক্রের । যারা অভিযোগ দায়ের করছে তারাই এই কাজের সাথে যুক্ত বলে তদন্তে জানতে পারে পুলিশ । বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে অন্ডালের খাস কাজোড়া এলাকা থেকে প্রতারণা চক্রের দু’জনকে গ্রেফতার করে অন্ডাল থানার পুলিশ ।

ধৃতদের নাম ইমরান খান ও অমিত যাদব । অভিযুক্তদের শুক্রবার বিকেলে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই চক্রের সঙ্গে আন্তরাজ্য কোনও চক্র জড়িত রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments