নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর চিরন্তন কথা এবং রবীন্দ্রসংগীতজ্ঞ বুদ্ধদেব সেনগুপ্ত-র যৌথ প্রয়াসে “আজি এ আনন্দ সন্ধ্যা” শীর্ষক রবীন্দ্র সংগীত ও নৃত্যের মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগ করলেন দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শক শ্রোতারা ২১ এপ্রিল,২০২৩ সন্ধ্যায়। মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়।সংগীত পরিবেশন করলেন- মালা দেব বর্মন, ঋতুকণা ভৌমিক,সৌমী বন্দ্যোপাধ্যায়, শ্রাবয়িতা দে,সুমিতা রাহুত, অর্ণশ্রী চক্রবর্ত্তী,আত্রেয়ী ঘোষ, রিয়া সিংহ, সুদীপ্তা দাস জানা, চন্দ্রিমা সরখেল, বাণী চট্টোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায়, অশেষ মিত্র এবং উত্তম লাহা। সম্মেলক নৃত্যে অংশগ্রহণ করলেন- চিরন্তন কথা কথক স্কুল, নৃত্যাঙ্কন নৃত্যালয়, সরগম কলাকেন্দ্র, শ্রীক্ষেত্র ওড়িশি নৃত্যভূমি, ছন্দম, সৃজন সৃষ্টি ও সমদর্শনার শিক্ষার্থী ও সভ্য-সভ্যাবৃন্দ। নৃত্যের পরিচালনায় ছিলেন- মন্দাকিনী চৌধুরী, নির্মল নাগ, চঞ্চল মাইতি, সুস্মিতা ঘোষ, উত্তম পাল, সোমনাথ পান্তা,জয়িতা সরকার ব্যানার্জী, তনয়া ভট্টাচার্য্য, নিবেদিতা পাল সাহা প্রমুখ। অনুষ্ঠানের সামগ্রিক পরিচালনার দায়িত্ব পালন করেন বুদ্ধদেব সেনগুপ্ত। যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় ছিলেন- বোধিচিত্ত বন্দ্যোপাধ্যায়, প্রেমাংশু সেন,বুদ্ধদেব দাস এবং প্রদীপ প্রামাণিক। সমগ্র অনুষ্ঠানটির সুদক্ষ সঞ্চালনায় ছিলেন – বিপ্লব মুখোপাধ্যায় ও অদ্রিজা।