নিজস্ব সংবাদদাতা,আসানসোলঃ– শুভ অক্ষয় তৃতীয়ার দিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আর্ত মানুষের প্রাণ সুরক্ষিত ও অক্ষয় প্রদান করলো বার্নপুর সংকল্প ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বার্নপুর পশ্চিম বর্ধমানের মিলন চক্র ক্লাবে অনুষ্ঠিত হয় শিবিরটি। যার সহযোগিতায় ছিল দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল ও আসানসোল জেলা হসপিটাল ব্লাড সেন্টার। শিবিরে ২জন মহিলা সহ মোট ৩১ জন রক্তদান করেন।
প্রসঙ্গত একদিকে গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহ অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস। সব মিলিয়ে দেখা দিয়েছে প্রবল রক্ত সংকট। আর সেই সময়ে বার্নপুর সংকল্প ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন সকলে।
এদিনের শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ দেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জী, সমাজকর্মী কৃষ্ণেন্দু মুখার্জী, ডাক্তার মনীষ ঝাঁ, ডাক্তার অশোক রায়, এডভোকেড অভিজিৎ ঘটক, এডভোকেড জয়ন্ত গোস্বামী, সমাজকর্মী পার্থ প্রতিম মুখার্জী সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ সভাপতি পার্থ প্রতিম গুপ্ত, সহ সভাপতি ধনঞ্জয় মান, যুগ্ম সম্পাদক সাধন চন্দ্র দাস, অফিস সম্পাদক জয়ন্ত দাস।