সংবাদদাতা, আসানসোলঃ– আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত বিষ্ণুবিহার এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম বিট্টু সাউ, বয়স ২৭ বছর। এদিন এলাকার পলাশ বাগান জঙ্গলে যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বিক্রম সাউ নামে ওই যুবকের এক ভাই তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে এমারজেন্সি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনা স্থলে পৌঁছন ডিসি অভিষেক মোদী,এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জী সহ কুলটি থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে রবিবার দুপুর ২টো নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বিট্টু সাউ নামে ওই যুবক। ঘণ্টা খানেক পর থেকে তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিং হয়ে যায়। এরপর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মিলে খোঁজাখুুঁজি শুরু করেন। রাতের দিকে পলাশ বাগান জঙ্গলে ওই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। এরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে মৃত যুবকের পরিবার ও প্রতিবেশীদের দাবি খুন করে যুবককে জঙ্গলে ফেলে রাখা হয়েছিল। কীভাবে ওই যুবক জঙ্গলে পৌঁছল। এটা খুনের ঘটনা কিনা। খুনের ঘটনা হলে কে বা কারা খুন করল। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ।