অমল মাজি, দুর্গাপুর:- অপরাধ করে পালিয়ে বাঁচার কোনও উপায় নেই। পুলিশের সিসিটিভি ক্যামেরা খুঁজে বের করবে অপরাধীদের। দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের অধীন দুর্গাপুর কোকওভেন থানার উদ্যোগে অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে। ক্যামেরার সামনে আসার সঙ্গে সঙ্গে অপরাধীকে শনাক্ত করে থানার মনিটরে ছবি পাঠিয়ে অ্যালার্ম দিতে থাকবে। তখনই সেই অপরাধীকে গ্রেফতারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি সুদীপ্তা প্রামানিক। সুদীপ্তবাবু এবং ট্রাফিক ওসি অনুপ কুমার হাটি জানিয়েছেন, এলাকায় ট্রাফিক কন্ট্রোলের জন্য সগর ভাঙা ডেয়ারি মোড়, এসবি মোড়, বাঁকুড়া মোড় সহ বেশ কয়েকটি জায়গায় সিগনালিং ব্যবস্থা চালু করা হয়েছে ইতিমধ্যে । তাতে করে অনেকটাই ট্রাফিক কন্ট্রোল করা সম্ভব হচ্ছে ।
ওসি সুদীপ্তবাবু বলেন,শহরে অপরাধ প্রবণতা দিনদিন বাড়ছে । সেইদিক গুরুত্ব দিয়ে , অপরাধীদের কর্মকাণ্ডে নজরদারি করতে ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা (সিসিটিভি) এখন অপরিহার্য হয়ে পড়েছে। পর্যায়ক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো ও টহল অব্যাহত রাখা হলেও প্রতিটি রাস্তায় ও অলিগলিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা সম্ভব নয়। এলাকায় সন্ত্রাসী হামলা, ছিনতাই, চুরি ডাকাতি অনেক ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে। তাই সিসিটিভি ক্যামেরার গুরুত্ব অনুধাবন করে, ২ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয় করে বাঁকুড়া মোড়ে এবং এসবি মোড়ে মূল্যবান দুটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে ।
দিনদিন বেড়ে চলেছে এলাকার জনসংখ্যা। তাই বিভিন্ন অপরাধে অপরাধীদের শনাক্ত করা পুলিশের জন্যে কঠিন হয়ে পড়েছে । অনেক ক্ষেত্রে অপরাধীদের চিহ্নিতই করা যায় না। এ ধরনের প্রকাশ্য অপরাধগুলো মোকাবিলার সারাপৃথিবীতে এখন সিসিটিভি সংক্রান্ত টেকনোলজি ব্যবহার করা হচ্ছে।