সংবাদদাতা,আসানসোলঃ– আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েই জিজ্ঞাসাবাদের জন্য ইসিএল এর সাতগ্রাম এরিয়া ট্রানজিট হাউসে সিবিআইয়ের সামনে হাজির হলেন গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ।
প্রসঙ্গত গরু পাচার মামলায় চার্জশিটে আব্দুল লতিফের নাম উল্লেখ করেছে সিবিআই। সহগল, অনুব্রতের গ্রেফতারির পরে তাই গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত লতিফকে গ্রেফতার করতে সক্রিয় হয়েছিল সিবিআই। কিন্তু তার খোঁজ মেলেনি। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চলতি মাসের গোড়ায় লতিফকে দিল্লির দফতরে তলব করেছিল আর এক তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু অসুস্থতার কারণ জানিয়ে তিনি যাননি। এরই মধ্যে সম্প্রতি রাজু ঝা হত্যাকাণ্ডেও নাম জড়ায় লতিফের। অভিযোগ তার গাড়িতে করে কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝাকে গুলি করে হত্যা করে পালায় দুষ্কৃতীরা। এমনকি ওই সময়ে গাড়িত আব্দুল লফিত ছিল বলেও বিশেষ সূত্রে জানা গেছে।
এরই মধ্যে গত মঙ্গলবার আসানসোলের সিবিআই বিশেষ আদালত লতিফের বিরুদ্ধে জারি করে গ্রেফতারি পরোয়ানা। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন লতিফ এবং গ্রেফতারি পরোয়ানার উপরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপরই বৃহস্পতিবার সকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে আসানসোলের সিবিআই আদালতে হাজির হন লতিফ। বিচারক আব্দুল লতিফের জামিনের আবেদন মঞ্জুর করেন এবং ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ও শর্তসাপেক্ষে তাকে জামিন দেন। আগামী ৬ মে পর্যন্ত অন্তর্বর্তী জামিনের মেয়াদ বলে জানান বিচারক। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। বিচারকের নির্দেশ— লতিফকে পাসপোর্ট জমা রাখতে হবে। কোনও বেআইনি কাজে লিপ্ত থাকা যাবে না এবং তদন্তে সহযোগিতা করতে হবে। প্রতি তিন দিন অন্তর মামলার তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। সেই নির্দেশ মতো এদিন মাজিন পেয়েই সিবিআইয়ের তদন্তকারী অধিকারিকের সামনে হাজির হন লতিফ।