সংবাদদাতা,বাঁকুড়াঃ- কিছুদিন আগেই প্রবল তাবপ্রবাহ ও দাবদাহের থেকে নিষ্কৃতি পেতে এক ফোঁটা বৃষ্টির জন্য হা-পিত্যেশ করছিল রাজ্যবাসী। সেই প্রত্যাশা পূরণ হয়েছে। অবশেষে এসেছে বহুকাঙ্খিত বৃষ্টি। বৃষ্টির জলে ভিজেছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। তবে বৃষ্টির সঙ্গে দোসর হয়েছে ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টি। তার জেরেই বাঁকুড়া জেলায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির মুখে জেলার ধানচাষীরা।
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকায় বোরো ধানের ব্যপক ফলন হয়েছে এবার। কিন্তু ঠিক ধান ঘরে তোলার মুখেই ভিলেন ঝড় শিলা বৃষ্টির তাণ্ডবে প্রবল ক্ষতির মুখে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া, গোবিন্দপুর সহ অন্যান্য এলাকার বোরো চাষীরা। অনেক চাষী মাঠ থেকে ধান তুলে রোদে শুকাতে দিয়েছিলেন। কিন্তু এদিন ২০ থেকে ২৫ মিনিট ধরে চলা প্রচন্ড ঝড়,শিলা বৃষ্টি খামারে চাষিদের মেলা ধান থেকে মাঠের ধান সব লন্ডভন্ড করে দিয়েছে।