eaibanglai
Homeএই বাংলায়রক্তের সঙ্কট মেটাতে উদ্যোগ পশ্চিম বর্ধমান জেলার সাংবাদিকদের

রক্তের সঙ্কট মেটাতে উদ্যোগ পশ্চিম বর্ধমান জেলার সাংবাদিকদের

সংবাদদাতা,আসানসোলঃ- এবার গ্রীষ্ম কালীন রক্তের সঙ্কট মেটাতে এগিয়ে এলেন পশ্চিম বর্ধমান জেলার সাংবাদিকরা। বুধবার আসানসোলের রবীন্দ্রভবনে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল পশ্চিম বর্ধমান জেলা প্রেস ক্লাব। যেখানে ৪০ জন সাংবাদিক স্বেচ্ছায় রক্তদান করেন।

এদিনের শিবিরে রক্তদাতাদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনুস, আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস সহ শহরের বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সমাজসেবীরা।

এদিনের শিবির প্রসঙ্গে সাংবাদিক কৌশিক গাঁতাইত বলেন, “আমরা জেলা হাসপাতালে গিয়ে দেখেছি কতটা নিরুপায় অবস্থায় রক্তের সঙ্কট চলছে জেলা হাসপাতালে। রক্তের আকাল পড়েছে। তাই শুধু খবর করা নয় মানুষের পাশে থাকতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমার আশা করছি আগামী দিনে এই ধরনের আরও শিবির করে জেলা হাসপাতালের রক্তে সংকট মেটাতে পারবো।”

অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম বলেন “গ্রীষ্মকালীন যে রক্ত সংকটের খবর আমরা পাচ্ছিলাম তাতে সাংবাদিকদের এই এগিয়ে আসা নজিরবিহীন। আমরা পুলিশের পক্ষ থেকেও এ ধরনের উদ্যোগ নেব।” আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের মেডিকেল অফিসার সঞ্জীৎ চট্টোপাধ্যায় বলেন “সাংবাদিকদের এই এগিয়ে আসা দেখে সমাজের সব স্তরের মানুষ এগিয়ে আসবে বলে আমাদের স্থির বিশ্বাস এবং এই সংকট কেটে যাবেই।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments