সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- আজ বুদ্ধ পূর্ণিমা,আজকের দিনে বুদ্ধদেবের দুটি গল্প আপনাদের বলবো।
বুদ্ধদেবের কাছে একবার একজন দেখা করতে এসে জিজ্ঞেস করেছিলেন, ধ্যান করে আপনি কি লাভ করেছেন বা কী পেয়েছেন? বুদ্ধদেব উত্তরে ,“ কিছুই লাভ করিনি,পাইনি কিছুই, তবে অনেক কিছু হারিয়েছি যেমন ক্রোধ,চিন্তা, ভয়,অবসাদ,অসুরক্ষা আর মৃত্যুর ভয়।”
আরেকবার বুদ্ধদেবকে একজন জিজ্ঞেস করেছিলেন,আত্মা আছে?
বুদ্ধ দেব তার উত্তরে বলেন, “আমি কি তাই বলেছি?”
তখন প্রশ্নকারী পুনরায় জিজ্ঞেস করেন, “তবে আপনি বলছেন আত্মা নেই? নৈরাত্মা? ”বুদ্ধদেব তখন আবার বলেন,“আমি কি তাই বলেছি?”
প্রশ্নকারী: তবে? বুদ্ধদেব;“তবে কিছুই নয়! তোমার দুটি প্রশ্নই নিরর্থক! কি আছে বা কি নেই জেনে তোমার লাভ? এই প্রশ্নের উত্তর পেয়ে তোমার অন্তরের কি পরিবর্তন হল?”
প্রশ্ন কারী-“উপায় ভগবান?”
বুদ্ধদেব তখন হেসে বলেন,
“আমি ভগবান নই! আমি বুদ্ধ! আমার জগৎকে কোনো মায়াবিদ্যা শেখানোর নেই! আমি তোমাদের মতই এক সাধারণ মানব যে প্রশ্ন করতে শিখেছিল। নিজেই নিজের আলোকবর্তিকা হও – এছাড়া কোনো উপায় নেই! ভালো হও! ভালো করো! তোমার অন্তরের অন্তঃস্থল থেকে সর্বজীবের জন্য কেবল মঙ্গলবাণী উচ্চারিত হোক! আত্মদীপ ভবঃ, আত্মশরণো ভবঃ,অনন্যশরণো ভবঃ!”