eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, বিড়ম্বনায় দল

দুর্গাপুরে তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, বিড়ম্বনায় দল

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– দুর্গাপুরে তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরি, শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগে এই ঘটনায় ব্যাপক বিড়ম্বনাতে পড়েছে রাজ্যের শাসক দল। অন্যদিকে বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা।

ঘটনা দুর্গাপুর নগর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত করঙ্গপাড়া রোডের। অভিযোগ বৃহস্পতিবার বিকেলে, ৩০ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি প্রসেনজিৎ মহাদানি ওরফে বাপন মহাদানি মদ্যপ অবস্থায় তার সাঙ্গপাঙ্গ নিয়ে এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত সঞ্জয় গড়াইয়ের দোকানে দাদাগিরি শুরু করে। দোকানমালিক সঞ্জয় গড়াইয়ের অভিযোগ কুড়ি টাকা দিয়ে কখনো তিরিশ টাকা, কখনো একশো টাকার জিনিস দাবি করতে থাকে প্রসেনজিৎ ও তার দলবল। প্রতিবাদ করায় দোকানে ভাঙচুরের পাশাপাশি তার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টাও করা হয় বলে অভিযোগ। এমনকি তার স্ত্রী ও ছেলেকে মারধর করা হয় বলেও দাবি সঞ্জয়বাবুর। খবর পেয়ে ছুটে যায় কোকওভেন থানার পুলিশ। এরপর তৃণমূল নেতা ও তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয় থানায়।

ঘটনায় দলের মধ্যেই দেখা দিয়েছে অসন্তোষ। এইভাবে দুষ্কৃতীরা দলে ঢুকে সমাজবিরোধীদের ভূমিকা নিলে দুর্গাপুর নগর নিগম নির্বাচনের আগে দল ব্যাপক সংকটে পড়বে বলে মনে করছেন তৃনমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি সমীরন পালের। অন্যদিকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন দলের তিন নম্বর ব্লক সভাপতি ভীমসেন মন্ডলের।

অন্যদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিত দত্তর দাবি, কাটমানির ভাগাভাগির লড়াইয়ে এই কর্মকান্ড। জেলা সিপিআইএম সম্পাদক মন্ডলী সদস্য পঙ্কজ রায় সরকারের বলেন, এটাই তৃণমূলের নব জোয়ার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments