eaibanglai
Homeএই বাংলায়চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় দুর্ঘটনা, কর্মরত কর্মীর মৃত্যু

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় দুর্ঘটনা, কর্মরত কর্মীর মৃত্যু

সংবাদদাতা,আসানসোলঃ– এক মর্মান্তিক দুর্ঘটনায় কর্মরত অবস্থায় মৃত্যু হল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় কর্মরত এক কর্মীর। মৃত কর্মীর নাম রোহিত কুমার শুক্লা, বয়স ৩০ বছর। অন্যদিকে এই মৃত্যুর ঘটনায় রেল কারখানায় কর্মীদের সুরক্ষার বিষয়টি নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

জানা গেছে গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কারখানার এমটিএস শপে ক্রেন রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন রোহিত। সেই সময় হঠাৎই তিনি অসুস্থ হয়ে প্রায় ৩৫ ফুট উঁচু থেকে সটান নীচে পড়ে যান। এরফলে তার মাথায় আঘাত লাগে ও পা ভেঙে যায়। সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে চিত্তরঞ্জন কেজি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর জখম রোহিতকে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন ভোর রাতে তার মৃত্যু হয় ।

জানা গেছে রোহিতের বাবা চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার কর্মী ছিলেন। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার চাকরিটি পান রোহিত। প্রথমে রোহিত শুক্লা কলনিতে চৌকিদার পদে নিযুক্ত হন। পরে হেল্পার পদে এমটিএস শপে জয়েন করেন। দুর্ঘটনার সময় কারখানায় উপস্থিত অন্যান্য কর্মীরা জানান অত উঁচুতে কোনও রকম সেফটি বেল্ট বা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কাজ করছিলেন রোহিত। তাকে কারখানার তরফে কোনও রকম সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে।

অন্যদিকে এদিনের ঘটনার প্রেক্ষিতে লেবার ইউনিয়ন নেতা রাজীব গুপ্ত বলেন, কর্মীদের কাজের জায়গায় সর্বোচ্চ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা রেল কর্তৃপক্ষের প্রাথমিক কর্তব্য হওয়া উচিত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কর্মীরা তাড়াহুড়ো করে কাজ করতে বাধ্য হন – এরই পরিণতিতে মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে। সিআরএমসি নেতা ইন্দ্রজিৎ সিং বলেন,সবসময় উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই কর্মীদের কাজ করতে হবে। রেল কর্তৃপক্ষ যাতে কর্মীদের সুরক্ষার দিকে বিশেষ নজর দেন সেই দাবিও জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments