নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরবাসীর জন্য সুখবর। এবার থেকে জটিল রোগের চিকিৎসা করাতে আর ছুটতে হবে না সুদূর চেন্নাইয়ে। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের মৌলানা আজাদে নবনির্মিত অ্যাপোলো ইনফরমেশন সেন্টারে অ্যাপোলো স্পেশালিটি হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত পাবেন শহরবাসী। থাকবেন অনকোলজির ক্ষেত্রে সিনিয়র বিশেষজ্ঞদের একটি দল। নেফ্রোলজি, নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রিটিক সিনারোম, অটোইমিউন ডিজিজ, কিডনি স্টোন, জেরাটিক এবং ফ্যামিলি রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত উপস্থিত থাকবেন এই সেন্টারে। এছাড়াও মূত্রনালীর সংক্রমণ, ডায়াবেটিক এবং উচ্চ রক্তচাপ সম্পর্কিত কিডনি রোগের একাধিক অভিজ্ঞ চিকিৎসক দুর্গাপুরে আসবেন। মাসে একবার করে তাঁরা দুর্গাপুর সহ আশপাশের এলাকার রোগীদের দেখবেন।
দক্ষিণ ভারতের নামকরা হাসপাতাল অ্যাপোলো স্পেশালিটি হসপিটাল চেন্নাই,ভানাগ্রামের উদ্যোগেই শহরবাসীর জন্য এই বিশেষ ব্যবস্থাপনা। এই বিষয়ে শনিবার সন্ধ্যায় সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে হাসপাতাল কর্তৃপক্ষ জানান অ্যাপোলো স্পেশালিটি হসপিটাল চেন্নাই থেকে বিভিন্ন জটিল রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত দুর্গাপুরের আসবেন এবং শহরের তিনটি এলাকায় রোগী দেখবেন।
চেন্নাই অ্যাপোলো কর্তৃপক্ষের এই উদ্যোগে স্বাস্থ্য নগরী হিসাবে গড়ে ওঠা দুর্গাপুরের মুকুটে এক নতুন পালক যোগ হওয়ায় খুশি শহরবাসী।