সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- ধনী -গরীব, উচ্চ বিত্ত থেকে মধ্যবিত্ত সকল মানুষের মনে একটাই প্রশ্ন যে কেন তারা হরিনাম করবেন বা ভগবানের শরণে আসবেন? এই প্রসঙ্গে আজ আপনাদের একটি গল্প বলবো। যেটা শুনলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
“ভগবান মানুষকে সব জিনিস দিচ্ছিলেন কিন্তু দিতে দিতে একটা জিনিস মাটিতে পড়ে যায় আর তিনি সেটা পায়ের নীচে লুকিয়ে ফেলেন। সব মানুষ যখন ভগবানের কাছে থেকে সব কিছু পেয়ে চলে গেলেন তখন লক্ষ্মী দেবী ভগবানকে জিজ্ঞেস করলেন, হে প্রভু আপনি মানুষদের যখন সব জিনিস দিচ্ছিলেন তখন কী একটা পড়ে গেলো আর আমি দেখলাম আপনার পায়ের নীচে সেটা লুকিয়ে রাখলেন! সেটা কী প্রভু?
ভগবান তখন মুচকি হেসে বললেন, শান্তি। একজন মানুষ তার সারা জীবনে সব কিছু পেয়েও শুধু এই শান্তি টুকুর জন্যই ছটপট করবে এবং এটা পাওয়ার জন্য সব কিছু করেও যখন বিফল হবে ,তখন সে একমাত্র আমার চরণে এলেই শান্তি প্রাপ্ত হবে।”