জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরাঃ- একে কি বলা যাবে ‘দুয়ারে স্বাস্থ্য পরিষেবা’? ‘দুয়ারে সরকার’ এর মত মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাকে সহজলভ্য করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে, প্রতিটি পঞ্চায়েত ও পুর এলাকায়, চালু হচ্ছে উপস্বাস্থ্য কেন্দ্রের ধাঁচে ‘সুস্বাস্থ্য কেন্দ্র’। এরফলে নুন্যতম প্রাথমিক চিকিৎসা পাওয়ার জন্য মানুষকে দূরে যেতে হবেনা, বাড়ির কাছেই পাবে। সরকারের এই লক্ষ্য পূরণের লক্ষ্য থেকে বঞ্চিত হয়নি গুসকরা পুরসভা।
রাজ্য নগর উন্নয়ন সংস্থা এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পূর্ব বর্ধমানের সহযোগিতায় গুসকরা পুর এলাকার ৮ ও ৯ নং ওয়ার্ডবাসীদের স্বার্থে ৮ ই মে সংশ্লিষ্ট ওয়ার্ড দুটির মোটামুটি মাঝখানে চালু হলো ‘পৌর সুস্বাস্থ্য কেন্দ্র’। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী।
তখন সেখানে উপস্থিত ছিলেন সমস্ত কাউন্সিলর, পুরসভার কার্যনির্বাহী আধিকারিক মহঃ মরজুল সেখ, স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক চন্দন যশ ও স্বাস্থ্য কর্মীরা, হেল্থ অফিসার ও কয়েকজন স্বাস্থ্য সেবিকা এবং আশাকর্মী সহ দুই ওয়ার্ডের বেশ কিছু সাধারণ মানুষ।
জানা যাচ্ছে দুটি ওয়ার্ড পিছু একটি করে পুরসভায় মোট আটটি এই ধরনের পৌর সুস্বাস্থ্য কেন্দ্র চালু হবে। এটি নিয়ে তিনটি চালু হলো। তিনটির কাজ চলছে। খুব শীঘ্রই বাকিগুলি চালু হবে। আরও জানা যাচ্ছে এখানে প্রতিদিন ডাক্তার ও প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা থাকবেন। সম্ভাব্য সমস্ত ধরনের প্রাথমিক পরিষেবা ওয়ার্ডবাসীদের দেওয়া হবে। দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার সম্ভাবনা দেখে এলাকাবাসীরা খুব খুশি।
কুশল বাবু বললেন – আমাদের সরকারের লক্ষ্য প্রতিটি মানুষের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। এরফলে সাধারণ মানুষ ছোটখাটো রোগব্যাধিতে আক্রান্ত হলে সেগুলো অবহেলা না করে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার চেষ্টা করবে। এছাড়া এই পৌর সুস্বাস্থ্য কেন্দ্রগুলি চালু হলে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর অনেকখানি চাপ কমবে।