নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাতনগরীর সুপরিচিত পাঁচটি সাংস্কৃতিক সংস্থা- ক্যামেলিয়া, উড়ান, ধ্রুবতারা মিউজিক একাডেমী, দুর্গাপুর শ্রুতিরঙ্গম এবং সঞ্চারী ড্যান্স একাডেমীর যৌথ উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হল ইস্পাত নগরীর স্বপন ব্যানার্জী স্মৃতি মঞ্চে- সুকান্ত পাঠচক্রের সহযোগিতায় ৮ মে ২০২৩, সন্ধ্যায়। শুরুতে কবিগুরুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন রবীন্দ্র সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত এবং অংশগ্রহণকারী সংস্থাগুলির পরিচালক অসিত সেনগুপ্ত,প্রণব মুখোপাধ্যায়, ঋতুপর্ণা বিশ্বাস সরকার, হেমন্ত মজুমদার, কাকলি রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাকলি দাশগুপ্ত, কাকলি সেন, কাকলি রায়। সামগ্রিক অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন দেবদাস সেন। অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন অংশগ্রহণকারী সংস্থাগুলির শিল্পীবৃন্দ।