সংবাদদাতা,আসানসোলঃ– আজ ২৫ বৈশাখ। বাঙালির প্রাণের কবির জন্মদিন। দেশ তথা রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে দিনটি। আসানসোল পৌরনিগমের উদ্যোগেও পালিত হল রবীন্দ্র জন্ম জয়ন্তী। এদিন রবি কবির নাচ গান নিয়ে শহরের পথে এক প্রভাতফেরীর আয়োজন করা হয়েছিল। আসানসোল পৌরনিগম থেকে এই প্রভাতফেরী শুরু হয়ে আসানসোলের রবীন্দ্রভবনে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, আরেক ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ প্রমুখেরা। প্রভাতফেরী শেষে বিএনআর মোড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাঙ্গ মূর্তিতে মাল্যদান করেন মেয়র বিধান উপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এর পাশাপাশি রবীন্দ্রভবনেও মাল্যদান করে বিশ্বকবিকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।