সংবাদদাতা, আসানসোল:- বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলের কুলটি থানার সাঁকতোড়িয়ায় অঞ্চলে। পাশাপাশি বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
প্রসঙ্গত এলাকার বিজেপি নেতা অভিজিৎ আচার্য প্রথমে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তখন তিনি তার দলীয় কার্যালয়ের সামনে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি বসিয়েছিলেন। পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। পরে তৃণমূল দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন। বর্তমানে তিনি বিজেপি নেতা। এদিকে তার দলবদলের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে তার দলীয় কার্যালয়েরও রঙও। কিন্তু বর্তমানে ওই কার্যালয়ের সামনে কংগ্রেসের দুই জাতীয় নেতা তথা দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তির অবস্থান অস্বস্তিতে ফেলেছিল বিজেপি নেতা কর্মীদের। এরই মধ্যে মঙ্গলবার মূর্তি দু’টিকে সরিয়ে ফেলতে দেখা যায়। আর তাই নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। কংগ্রেসের ব্লক সভাপতি চণ্ডী চট্টোপাধ্যায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। ঘটনার প্রতিবাদ করে স্থানীয় জাতীয় কংগ্রেসের সদস্যরা অভিজিৎ আচার্যের কাছে জবাবদিহি চায়। অন্যদিকে তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেন, মূর্তি যে কেউ বসাতে পারে, তবে সেই মূর্তি এভাবে সরিয়ে ফেলার অধিকার কারও নেই। যদিও বিজেপি নেতা অভিজিৎ আচার্য দাবি করেন, মূর্তিগুলি সংস্কারের জন্য তিন কংগ্রেস নেতার সঙ্গে আলোচনা করেই সরানো হয়েছে এবং তা পুনস্থাপন করা হবে।