সংবাদদাতা, দুর্গাপুর ও আসানসোলঃ- বুধবার রাতে শক্তিগড়ে রেল দুর্ঘটনার পর বৃহস্পতিবারও দিনভর স্বাভাবিক হলো না হাওড়া-বর্ধমান লাইনে রেল পরিষেবা। এদিকে দুর্ঘটনার জেরে বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। আবার কিছু ট্রেনের যাত্রাপথ বদলানো হয়েছে। ফলে এদিন ট্রেন পরিষেবা একেবারে অনিয়মিত হয়ে পড়ে। সব মিলিয়ে এদিন ভোগান্তির শিকার হলেন সাধারণ যাত্রীরা। পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে বৃহস্পতিবার বিকেলের আগে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে না।
এদিন তীব্র দাবদাহার মধ্যে যাত্রী ভোগান্তি ছবি উঠে আসে দুর্গাপুর ও আসানসোল স্টেশনে। গন্তব্যস্থলে পৌঁছতে না পেরে ফিরে যেতে হচ্ছে অনেককেই। আবার পরিষেবা স্বাভাবিক হওয়ার আশায় বিভিন্ন প্ল্যাটফর্মের বাইরে অপেক্ষা করছেন যাত্রীরা। ট্রেন বাতিল হওয়ায় ও দেরিতে চলায় অনেককে রাত থেকে আবার অনেককে ভোর থেকে ট্রেনের অপেক্ষায় বসে থাকতে দেখা যায়। অন্যদিকে বহু দূর পাল্লা ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বিভিন্ন স্টেশনে। ফলে তীব্র গরমে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। যাত্রীদের অভিযোগ তাদের ট্রেন সংক্রান্ত সঠিক কোনও তথ্য দেওয়া হচ্ছে না ফলে ভোগান্তি আরও বেড়ছে।
প্রসঙ্গত বুধবার রাতে ভয়াবহ দুর্ঘটনার থেকে রক্ষা পায় ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল। এদিন রাত ৯টা ২০ নাগাদ শক্তিগড় স্টেশনের কাছে লাইনচ্যুত হয় লোকালটি। সিগনালিংয়ের সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তবে দুর্ঘটনার জেরে কেউ হতাহত হয়নি। তবে স্বাভাবিকভাবেই দুর্ঘটনার পর স্থানীয় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিক ও প্রকৌশলীরা। রাত থেকেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।