eaibanglai
Homeএই বাংলায়হঠাৎ বন্ধ কাঁকসার শাল পাতার ক্লাস্টার ও ডে-সেন্টার, ক্ষুব্ধ স্থানীয়রা

হঠাৎ বন্ধ কাঁকসার শাল পাতার ক্লাস্টার ও ডে-সেন্টার, ক্ষুব্ধ স্থানীয়রা

সংবাদদাতা, কাঁকসাঃ– রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তোড়জোড় শুরু করে দিয়েছে রাজনাতিক দলগুলো। পাশাপাশি নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্য জুড়ে পথশ্রী সহ একাধিক প্রকল্পের কাজ শুরু করেছে সরকার। পঞ্চায়েত নির্বাচন ঘিরে যখন এত তোড়জোড় তখন পশ্চিম বর্ধমানের কাঁকসার জঙ্গলমহলে আদিবাসীদের কর্মসংস্থানের লক্ষ্যে এবং পর্যটন কেন্দ্রের মান বাড়াতে বনদপ্তরের উদ্যোগে গড়ে উঠা শাল পাতার ক্লাস্টার ও ডে-সেন্টারটি মুখ থুবড়ে পড়েছে।

প্রসঙ্গত ২০২০ সালে রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব ব্যানার্জী কাঁকসার জঙ্গলমহলে শাল পাতার ক্লাস্টার এবং ডে সেন্টারের উদ্বোধন করেন। আদাবাসী কর্মসংস্থানের লক্ষ্যে ও বিভিন্ন স্বনির্ভরতার কাজের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের লক্ষ্যে এই শাল পাতার ক্লাস্টার ও ডে-সেন্টারটি গড়ে তোলা হয়েছিল। কয়েকমাস বনদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণও দেওয়া হয়। অন্যদিকে ডে সেন্টারে ভ্রমণ পিপাসু পর্যটকরা আসতে শুরু করেন।
গড়ে উঠেছিল ছোট মিউজিয়ামও। কিন্তু হঠাৎ করেই সব বন্ধ হয়ে যায়।

এলাকাবাসীরা জানান হটাৎ শাল পাতার ক্লাস্টার ও ডে-সেন্টারটি বন্ধ হয়ে যাওয়ায় তারা আর্থিকভাবে সমস্যার মুখে পড়েছেন। তবে কেন এই ক্লাস্টার ও সেন্টার বন্ধ হয়ে গেল তা তারা বুঝে উঠতে পারছেন না। যদিও দুর্গাপুর বন বিভাগের রেঞ্জার সুদীপ ব্যানার্জি জানান তাদের তরফ থেকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে ডে সেন্টারটিকে। অন্যদিকে বিদ্যুতের সমস্যা থাকায় শালপাতার থালা বাটি তৈরির যন্ত্রাংশ চলতে কিছুটা সমস্যা হচ্ছিল। দ্রুত সেই সমস্যার সমাধান করে নতুনভাবে আবার প্রশিক্ষণের কাজ শুরু হবে বলেও আশ্বাস দেন সপদীপ বাবু।

যদিও পঞ্চায়েত নির্বাচনের মুখে কর্মসংস্থান হারিয়ে ক্ষোভ বাড়ছে এলাকার আদিবাসী সম্প্রয়দায়ের মানুষের মধ্যে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments