eaibanglai
Homeএই বাংলায়কর্ণাটকে জয়ের পর পরই তৃণমূল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ

কর্ণাটকে জয়ের পর পরই তৃণমূল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ

সংবাদদাতা,বাঁকুড়াঃ– কর্ণাটক বিধানসভায় বিজেপিকে ধরশায়ী করে কংগ্রেসের জয়ের পর এরাজ্যের কংগ্রেসেও যেন নব জোয়ার। কর্ণাটক জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই বাঁকুড়ার ছাতনা ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বেশ কয়েকটি পরিবার। পাশাপাশি ওই একই এলাকার বেশ কিছু বিজেপি কর্মীও কংগ্রেসে যোগ দিয়েছেন। শনিবার রাতে ছাতনা ব্লকের ভগবানপুর মোড়ে কংগ্রেসের একটি যোগদান কর্মসূচীতে স্থানীয় পাত্রচিতরা, কেলাইবাইদ ও ঘোলকুড়া এলাকার বেশ কিছু তৃণমূল ও বিজেপি কর্মী কংগ্রেসের দলীয় পতাকা কাঁধে তুলে নেন। তাদের হাতে দলের পতাকা তুলে দেন কংগ্রেসের বাঁকুড়া জেলার কার্যকরী সভাপতি বিশ্বরূপ পাল ও অভিষেক বিশ্বাস। কংগ্রেসের দাবী সবমিলিয়ে প্রায় পঞ্চাশটি পরিবার তাদের দলে যোগ দিয়েছে। তৃণমূলের দুর্নীতি, স্বজনপোষণ ও বিজেপির জাতপাতের রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়েই এই দলবদল বলে দাবী। দল বদল করা কর্মীরাও তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন।

উল্লেখ্য, আগামী ১৮ মে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচী নিয়ে বাঁকুড়া জেলা সফরে যাচ্ছেন। তার আগেই এই দলবদল। যদিও বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের দাবী বাঁকুড়া জেলায় কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। দল বদলের নামে নাটক করছে কংগ্রেস। আর বিজেপি নেতৃত্ব এই দলবদলের বিষয়টিকে গুরুত্ব দিতেই নারাজ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments