জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,কেতুগ্ৰামঃ- স্বামী বিবেকানন্দের আদর্শে প্রভাবিত ও শিক্ষিত ভারতবাসী গড়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে পূর্ব বর্ধমানের কেতুগ্ৰামের স্বেচ্ছাসেবী সংস্থা মাসুন্দী মহিমাচরণ মিশ্র মেমোরিয়াল চ্যারিটেবল সোসাইটি গত ১৪ বছর ধরে আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রী ও দুস্থ পরিবারগুলির দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে চলেছে। গত ১২ই ফেব্রুয়ারী সংস্থাটি পরিচালিত ‘জ্ঞান ও চেতনা’-র বাৎসরিক অনুষ্ঠানে ঘোষণা করা হয় পত্রিকার থেকে সংগৃহীত অনুদান থেকে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হবে স্থানীয় দু’টি প্রাথমিক বিদ্যালয়ের দুস্থ ছাত্রছাত্রীদের হাতে।
প্রতিশ্রুতি মত গত ১৩ ই মে পূর্ব নির্ধারিত মাসুন্দী ও রাজখাড়া নামক দুটি প্রত্যন্ত গ্ৰামের দু’টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রায় ষাট জন ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য তাদের হাতে তুলে দেওয়া হয় স্মারক, পেন, খাতা, স্কেল, পেন্সিল, বিস্কুট প্যাকেট, চকোলেট সহ বিভিন্ন পাঠ্যসামগ্ৰী। এগুলি হাতে পেয়ে রাজদীপ, মিতা, আসিক, হাফিজা, নাজমা, তন্দ্রারা খুব খুশি ।
তখন সেখানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদিকা অনামিকা চক্রবর্তী, তপন সাহা, প্রবীর হাজরা এবং মাসুন্দী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালী চরণ মিদ্দা।
এর আগে সকালের দিকে সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি ‘বসে আঁকা প্রতিযোগিতা’ হয় ও তাদের পুরস্কৃত করা হয়।
সংস্থার সম্পাদিকা অনামিকা দেবী বললেন- নানা ব্যস্ততার মধ্যেও আমাদের সংস্থার প্রত্যেক সদস্য সক্রিয় থাকার জন্য আমরা ছাত্রছাত্রীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দিতে সক্ষম হয়েছি। আশাকরি সবার সহযোগিতায় আগামীদিনেও আমরা সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতা পালন করতে পারব।