eaibanglai
Homeএই বাংলায়নতুন গ্রামে নতুনভাবে মাতৃ দিবস পালন

নতুন গ্রামে নতুনভাবে মাতৃ দিবস পালন

নিজস্ব সংবাদদাতা,নতুনগ্রামঃ- বিশ্ব মাতৃ দিবসে রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজনের মাধ্যমে এক অভিনব মাতৃদিবস পালন করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নুতনগ্রাম ইউনিট। যার সার্বিক সহযোগিতায় ছিল দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল, শিবির থেকে রক্ত সংগ্রহ করে বড়জোড়া এস এস হসপিটাল ব্লাড সেন্টার, স্বাস্থ্য পরীক্ষা শিবির করার জন্য গৌরীদেবী হসপিটাল সাহায্য করে, চক্ষু পরীক্ষা শিবিরে সাহায্য় করে লায়ন্স ক্লাব পানাগড়। দুর্গাপুর ব্লাড ডোনাস কাউন্সিলের স্বেচ্ছাসেবকরা সামগ্রিক অনুষ্ঠানটি পরিচালনায় সাহায্য করে। এদিনের শিবিরে ২০জন মহিলা সহ মোট ৭০জন রক্তদান করেন।

মাতৃ দিবস উপলক্ষ্যে রক্তদান ও স্বাস্থ্য শিবিরের পাশাপাশি আয়োজন করা হয়েছিল স্বাস্থ্য বিষয়ক সেমিনার সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও। যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে একটি অসাধারণ মনোগ্রাহীর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সব মিলিয়ে বিশ্ব মাতৃ দিবসে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। যেখানে নতুন গ্রামের মহিলাদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ সুনীল খাঁ সহ রাজ্য জেলা ও অঞ্চলের ছাত্র যুব ও গণ আন্দোলনের নেতৃত্বরা। পাশাপাশি এই মহতী উদ্যোগে উপস্থিত হয়েছিলেন দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস, সহসভাপতি ধনঞ্জয় মান, যুগ্ম সম্পাদক এস এস যাদব, মধুমিতা মান, সাধন চন্দ্র দাস, কার্যকরী সদস্য আফতাব হোসেন কাউন্সিল সদস্য সূর্যকান্ত ঘোষ, মিতা গাঙ্গুলি ও মনি চৌধুরী। এই উৎসবমুখর অনুষ্ঠানে উপস্থিত সমগ্র অতিথিবর্গ নেতৃত্ব ও ব্লাড ব্যাংকের কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন নতুনগ্রাম ইউনিট কমিটির পক্ষে সম্পাদক রাজেশ দত্ত ও উদ্যোক্তা প্রশান্ত কুমার ভুঁই সহ সমগ্র ইউনিট কমিটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments