eaibanglai
Homeএই বাংলায়স্ত্রীকে পুড়িয়ে মারার অপরাধে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ

স্ত্রীকে পুড়িয়ে মারার অপরাধে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ

সংবাদদাতা,আসানসোলঃ– বুধবার স্ত্রীকে পুড়িয়ে মারার অপরাধে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আসানসোল জেলা আদালত। জানা গেছে ২০০৪ সালে ঝাড়খন্ডের কুমারডুবির বাসিন্দা আশাদেবীর কন্যা সোনি গৌরীদেবীর সাথে বিয়ে হয় আসানসোলের বিবেক গুপ্তার। আশাদেবীর দাবি জামাইয়ের সাথে তার দাদার স্ত্রী অর্থাৎ বৌদির অবৈধ সম্পর্ক ছিল। তার জেরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। এরই মধ্যে গত ২০০৮সালের ৬ জুলাই মেয়ের শ্বশুরবাড়িতে দেখা করতে গিয়ে আশাদেবী দেখেন মেয়ে ও জামাইয়ের মধ্যে ঝগড়া চলছে। ঝগড়া চালাকলীনই হঠাৎ তার জামাই মেয়েক ঘরের মধ্যে টেনে নিয়ে গিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। গুরুতর জখম সোনি গৌরীদেবীকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে ওই দিনই আসানসোল নর্থ থানায় জামাই সহ মেয়ের শ্বশুরবাড়ি ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আশাদেবী। এদিকে গৌরীদেবীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন ২০০৮ সালে ১৬ অগস্ট তার মৃত্যু হয়। তবে মৃত্যুর আগে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা চলাকালীন দুই চিকিৎসকের কাছে জবানবন্দি দিয়েছিলেন গৌরীদেবী। এরপরই গৌরীদেবীর স্বামী বিক্রম গুপ্তা সহ শ্বশুরবাড়ির চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

অবশেষে মঙ্গলবার সেই মামলার রায় ঘোষণা হয় আসানসোল জেলা আদালতে। ৪ জন চিকিৎসক ও মৃতের পরিবার ও প্রতিবোশী সহ মোট ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় এই মামলায়। এরপরই গৌরীদেবীর স্বামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক। তবে বাকিরা বেকসুর খালাস পেয়ে যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments