সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- শনিবার আসানসোলে উদ্বোধন হল দিশা আই হসপিটালের। শহরের জিটি রোডের ভগৎ সিং মোড় সংলগ্ন এজি চার্চ স্কুলের ঠিক উল্টোদিকে দিশা আই হসপিটালের ১৮ তম শাখা চালু হলো। এদিন একটি অনুষ্ঠানে ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে নতুন হাসপাতালের উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক ও আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সৌমত্বানন্দজী মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশা আই হসপিটালসের চেয়ারম্যান তথা এমডি ডাঃ দেবাশীষ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, দুই মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ও ইন্দ্রাণী মিশ্র, দুই কাউন্সিলর দীপা চক্রবর্তী।
আপাতত ১০ হাজার বর্গফুট জায়গা নিয়ে গড়ে উঠেছে আই হসপিটালটি। যেখানে দুটি ওটি বা অপারেশন থিয়েটার ছাড়াও ১৫ টি ও ৫ টি ওপিডি ক্লিনিক রয়েছে। তবে এই শাখায় আপাতত রেটিনা ও কর্ণিয়া অপারেশন করা হবেনা বলে জানান দিশা আই হসপিটালসের চেয়ারম্যান দেবাশীষ ভট্টাচার্য।
অন্যদিকে এদিন শহরের স্বাস্থ্য পরিষেবার বিষয়টি নিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, “একটা সময় ছিলো যখন আসানসোলের মানুষদের ভালো চিকিৎসার জন্য কলকাতা ও অন্য রাজ্যে যেতে হতো। কিন্তু গত ১১ বছরে তার অনেকটাই পরিবর্তন হয়েছে। বর্তমান রাজ্য সরকারের চেষ্টায় এই আসানসোল শহরে অনেক বেসরকারি হাসপাতাল চালু য়েছে। আসানসোল মহকুমা হাসপাতালকে জেলা হাসপাতালে রুপান্তরিত করা হয়েছে। তবে আসানসোল তথা পশ্চিম বর্ধমান জেলার মানুষদের কথা ভেবে আসানসোলে একটি মেডিকেল কলেজ তৈরীর চেষ্টা করা হচ্ছে। আশা করি দ্রুত তা হয়ে যাবে।”